• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনে মানুষের মধ্যে আগ্রহ বেড়ে চলেছে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় করোনা প্রতিরোধে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনে মানুষের মধ্যে আগ্রহ বেড়ে চলেছে। ইতি মধ্যে এই ভ্যাকসিনকে নিয়ে এক শ্রেণির মানুষ নানা ধরনের গুজব ছড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছিল। কোন গুজবে কান না দিয়ে মানুষ এই গুজবকে পাস কাটিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য হাসপাতাল গুলিতে ভীর জমাচ্ছে। গত ০৭ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ হাজার ৪৩৭ জন ভ্যাকসিন নিয়েছেন।

আজ মঙ্গলবার আরও এক হাজার ব্যক্তি ভ্যাকসিন নিচ্ছেন বলে স্বাস্থ্য বিভাগের সূত্রে জানানো হয়েছে। সোমবার পর্যন্ত ঝালকাঠি জেলার সদর হাসপাতালে ১ হাজার ২২৩ জন, নলছিটি স্বাস্থ্য কেন্দ্রে ১হাজার ১৫৪ জন, রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ১হাজার ২০৩ জন ও কাঠালিয়া স্বাস্থ্য কেন্দ্রে ৭৫৭ জন ভ্যাকসিন নিয়েছেন।

টিকা নিতে আসা অনেকিয়ে জানান, তাদের শরীরে টিকা পুশ করার পরে ৩০ মিটিন করে বিশ্রামে থেকেছেন। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাঁরা প্রত্যেকেই ভাল ও সুস্থ আছেন। টিকা নিতে ভয়ের কিছুই নেই বলেও জানান তাঁরা। ঝালকাঠি জেলায় ১২ হাজার  মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য ১২ শত এ্যাম্পুল পাঠানো হয়েছে এবং আরও ভ্যাকসিন আসার লাইনে রয়েছে।  

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, কোভিড-১৯ ভ্যাকসিন যারা নিয়েছে তাদের মধ্যে কোন পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় প্রতিদিন ভ্যাকসিনেয়া সংখ্যা বাড়ছে। সকলকে নিরভয়ে টিকা নেয়ার আহবান জানান সিভিল সার্জন।

ঝালকাঠি আজকাল