• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ জুন ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের খামারবাড়ি মিলনায়তনে মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক এই প্রশিক্ষণে ৩০ জন উপসহকারী কৃষি কর্মর্তা অংশগ্রহণ করেছেন। সমাপনি অনুষ্ঠানে জেলা কৃষিস্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফজলুল হক প্রধান অতিথি ছিলেন।

৩দিনের এই প্রশিক্ষণের কৃষি আবহাওয়া তথ্য পোর্টাল, কৃষি আবহাওয়া সম্পর্কিত যন্ত্রপাতির পরিচিতি ও ব্যবহার আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাসের ধারণা এবং ফসলের প্রতি সংবেদনশীলতা সংরক্ষণ, গবাদী পশু ও হাস-মুরগী এবং মৎস্যের সংবেদনশীলতা ইত্যাদি বিষয়ের উপরে কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক খায়রুল ইসলাম মল্লিকসহ জেলা মৎস কর্মকর্তা ও প্রাণি সম্পদ কর্মকর্তা এবং আবহাওয়া বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষণ পরিচালনা করেন। রাজাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুনেছা পাপড়ি সমন্বয়কারীর দায়ীত্ব পালন করেন।

এদিকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পল্লি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৪দিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যে অপ্রধান শষ্য উৎপাদন ও বাজারজাত করণ কর্মসূচির আওতায় অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত কলা কৌশলে উপর বিআরডিবি এর উপকারভোগীদের প্রশিক্ষণদেয়া হয়েছে।

ঝালকাঠি আজকাল