• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে করোনা পরিস্থিতির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ মে ২০২০  

 

ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা ভিত্তিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার, জেলা তথ্য অফিসার রিয়াদুল ইসলামসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বর্তমান সময়ের পরিস্থিতি বিবেচনা করে  ঈদপরবর্তী সময়ে শিথিল হওয়া লক ডাউনকে কঠোর করার জন্য কমিটিভুক্ত সদস্যরা জেলা প্রশাসকের কাছে প্রস্তাব রেখেছে। বর্তমানে শিথিল হওয়ার কারণে মানুষের সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছে না এবং ৪০ ভাগ মানুষ চলাফেরা করার সময় মাস্ক ব্যবহার করেছ না। স্বাস্থ্য বিধি অনুযায়ী হাত ধোয়র অভ্যাস হারাতে বসেছে। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনগুলো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই ধরণের মতামত দিয়ে লক ডাউনকে কঠোর করার বিষয় আলোচনা হয়েছে।

এদিকে ঝালকাঠি বাস টার্মিনাল চত্বরে ৩ শতাধিক বাস হেলপার ও সুপারভাইজারদের করোনা পরিস্থিতির মধ্যেও ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী এই শ্রেণির বাস শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় জেলা বাস মালিক সমিতি সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, হাফিজ আল মাহমুদ এবং বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর চৌধুরীসহ বাস মালিক শ্রমিকরা উপস্থিত ছিলেন। ইতোপূর্বে বাস চালকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছিল। 


 

ঝালকাঠি আজকাল