• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে উপজেলা জেলা আওয়ামী লীগের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসপালিত হয়েছে। উপলক্ষে আজ বুধবার বিকেলে শহরের আমতলা সড়কে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আতœার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে  উপজেলা জেলা আওয়ামী লীগ ১০ ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন। 

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে এক মিনিট নিরবতা পালন করে ঝালকাঠি শিল্পকলা একাডেমী প্রশিক্ষন হলে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করেছে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় সংগঠনের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিলের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহআলম প্রধান অতিথি ছিলেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ এ্যাড. খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন মনোযান হোসেন খান, ও শেখ রাছেল স্মৃতি সংসদের আহ্বায়ক আবু সাইদ খান। অন্যদের মধ্যে রুহুল আমিন বশির, সায়িদ খান, উজ্জল মজুমদার, আজিম তালুকদার, লাম আলিফ অর্পা বক্তব্য রাখেন। পরে দোয়া মোনাজাদ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঝালকাঠি আজকাল