• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ঈদুল আযহা উপলক্ষ্যে ৪৬২.৪৯ মে.টন চাল বরাদ্ধ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দুস্থ ও গরিব ৪৬ হাজার ২৪৯টি পরিবার খাদ্য সহায়তা পাচ্ছে। এ জন্য সরকার ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও দুটি পৌরসভার জন্য ৪৬২.৪৯ মে.টন চাল বরাদ্ধ দিয়েছেন। জেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রের কাছে উপবরাদ্ধ প্রদান করেছে। প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পাবেন।

এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ১৩ হাজার ৩০৬ টি পরিবার, ঝালকাঠি পৌরসভায় ৪হাজার ৬শ ২১টি পরিবার, নলছিটি উপজেলা ১০ হাজার ২৯৫টি পরিবার, নলছিটি পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবার, রাজাপুর উপজেলায় ৯ হাজার ৭৪টি পরিবার ও কাঠালিয়া উপজেলা ৫ হাজার ৮৭২টি পরিবার এই সহায়তা পাচ্ছেন। স্ব স্ব কর্তৃপক্ষ যাচাই বাচাই করে তালিকা প্রণয়ন করবেন। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠি আজকাল