• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে আড়াই মাস পর বাসচলাচল শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ জুন ২০২০  

ঝালকাঠি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে ঝালকাঠিতে আড়াই মাস পর অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। সকাল থেকে ঝালকাঠি-বরিশাল রুটে যাত্রীদের যাত্রা শুরু করেছে। সামাজিক দুরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রীসাধারণকে বাসে উঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাসে উঠে কর্মস্থলে যেতে ব্যস্ত যাত্রীরা। এছাড়াও ঝালকাঠি সকাল থেকে ১৪টি অভ্যন্তরীণ রুট এবং ঢাকা ও খুলনাসহ দূরপাল্লার বাস চলাচলও শুরু হয়েছে। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট।


এদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে সুন্দরবন-১২ নামের একটি লঞ্চ। জেলা পুলিশ প্রশাসন নজরদারি করছেন যাত্রী বেশি হলে বাস,লঞ্চ থেকে নামিয়ে দিচ্ছেন। লঞ্চ ও বাস চলাচল শুরু হওয়ায় বানিজ্যিক বন্দরখ্যাত ঝালকাঠিতে স্বাভাবিক কর্মযজ্ঞ শুরু হয়েছে। শ্রমিকরা গাড়ি ও লঞ্চ থেকে পণ্য ওঠানামার কাজ করছেন।

ঝালকাঠি থেকে প্রতিদিন একটি করে লঞ্চ ছেড়ে যায় চাঁদপুর ও ঢাকার উদ্দেশ্যে। আবার ঢাকা থেকেও একটি লঞ্চ আসে এখানে। এর মধ্যে একটি সুন্দরবন-১২ অপরটি ফারহান-৭ লঞ্চ। সুন্দরবন লঞ্চের ধারণ ক্ষমতা ৬৪০, কেবিনে আসন রয়েছে ৯৮টি। ফারহানের ধারণ ক্ষমতা ৬৩৯, কেবিনের আসন রয়েছে ৯৬টি।
 

সুন্দরবন লঞ্চের ঘাট সুপারভাইজার আবু হানিফ বলেন, সরকারের নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে জীবাণুনাশক স্প্রে  করে লঞ্চে যাত্রী নেয়া হবে। যদি কেউ অসুস্থ থাকে তাকে আমরা লঞ্চে নেয়া হবেনা।
 

ঝালকাঠি আজকাল