• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে আদালতে মামলা দায়েরের চেয়ে নিস্পত্তির সংখ্যা বাড়ছে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

 

ঝালকাঠি জেলায় বছরের প্রথম ৯ মাসে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৯০১টি মামলা নিস্পত্তি হয়েছে এবং একই সময় এই আদালতগুলিতে ২৬৩১টি মামলা দায়ের হয়েছে। আদালতগুলিতে বর্তমানে মামলা দায়েরের চেয়ে নিস্পত্তির সংখ্যা বেড়ে যাওয়ায় বিচার প্রার্থীদের মধ্যে মামলার দীর্ঘ সূত্রিতা কমে আসছে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হচ্ছেন। আদালতগুলির বিচারকরা মামলার স্বাক্ষীদের হাজির করা হলে বিকেলেও স্বাক্ষী গ্রহন করে
মামলার জট কামিয়ে আনছেন। ঝালকাঠি জেলা জজ আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে শনিবার পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে এই তথ্য প্রকাশ পেয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামরে সভাপতিত্বে কনফারেন্সে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম তারিক সামস, অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল এম.এম মাহামুদ হাসান, সিভিল সার্জন প্রতিনিধি ডা. শাকিল খান সহ বিচার বিভাগের বিচারকগন এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সহ কমিটিভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটিভুক্ত সদস্যদের মধ্যে ৪টি থানার অফিসার ইনচার্জ,জেল সুপার, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা, র‌্যাব প্রতিনিধি সহ কমিটিভুক্ত সদস্যার উপস্থিতিতে বিচার কার্যক্রমের বিভিন্ন খুটিনাটি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। গত ৯ মাসে নিস্পত্তিকৃত মামলার মধ্যে ১১৫৫টি জিআর মামলা, ২৭৯ টি ননজিআর মামলায়, ৮৯২টি সিআর মামলা, ৩টি আপিল, ৯৮টি মিস কেস, ৪৬৫টি এমপি মামলা, টিপিপি ৬টি মামলা ও ক্রমিক ২টি মামলা সহ ২৯০১টি মামলা নিস্পত্তি হয়েছে। একই সময় জি.আর ২৬৩১ টি মামলা দায়েরর মধ্যে ৯৮৩টি জিআর মামলা, ৩৪২টি ননজিআর মামলায়, ১১৯৪টি সিআর মামলা, ৬টি আপিল, ৯৮টি মিস কেস, টিপিপি ৬টি মামলা ও ক্রমিক ২টি মামলা সহ ২৬৩১টি মামলা নিস্পত্তি হয়েছে সেপ্টেম্বর ২০১৯ মাসে ৩৫৮৫টি গ্রেফতারী পরোয়ানার বিপরীতে পুলিশ ৪১৪টি পরোয়ানা তামিল হয়েছে এবং আদালতের এই মাসে রেকর্ড পরিমান ৬০৬ জন স্বাক্ষীকে আদালতে হাজির করার চাহিদার বিপরীতে পুলিশ ৫১২ জন স্বাক্ষীকে হাজির=  করেছে। অন্য স্বাক্ষীরা বিদেশে এবং অন্যত্র থাকায় তাদেরকে আদালতে হাজির করা সম্ভব হয় নি। এই মাসে ৪২টি মাদক মামলার মধ্যে ১১টি মামলার নিস্পত্তি হয়েছে। মটোরযান আইনে একই মাসে ১৭৯৩টিমামলার মধ্যে পুলিশ সুপার কর্তৃক ৩ লাখ ৮ হাজার ১শ টাকা জরিমানা আদায় করে ৯৬৪টি মামলার নিস্পত্তি করা হয়েছে।

ঝালকাঠি আজকাল