• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন করেছেন সচিব নাসিরুজ্জামান

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রামণে সুচিকিৎসার ব্যবস্থা দেখতে ঝালকাঠি ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন কৃষি সচিব নাসিরুজ্জামান। শনিবার বেলা ৩টায় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন। করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক কমিটির তিনি ঝালকাঠি জেলার দায়িত্বে রয়েছেন।

এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুয়াল হাসান, উপ-পরিচালক এনএসআই আব্দুল কাদের ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ জাফর আলী দেওয়ানসহ চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সচিব নাসিরুজ্জামান হাসপাতাল কর্তৃপক্ষেকে বলেন, হাসপাতালে জনবল সংকটের কারণে কোন টেকনিশিয়ানদের বাসায় বাসায়া গিয়ে স্যাম্পেল সংগ্রহ না করা এবং হাসপাতালে কোন ব্যাক্তি বা রোগীকে মাস্ক ব্যাতিত প্রবেশে কঠোর হয়ে দায়িত্ব পালন করার জন্য নিদের্শনা প্রদান করেন। হাসপাতালে গেটে সার্বক্ষনিকভাবে আনসার বাহিনীর সদস্য নিয়োগ করে মাস্ক ব্যাতিত হাসপাতালে প্রবেশ রোধ করার নির্দেশ দেন।  

ঝালকাঠি আজকাল