• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠি পৌরসভায় বৃক্ষরোপণ কমসূচি পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বরে  বৃক্ষের চারা রোপন করে কর্মসূচি উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার।এ সময় কাউন্সিলর তরুন কর্মকার, মোঃ রফিকুল ইসলাম, সচিব শাহী সুলতানা, নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পৌর কর্মকর্তারা কর্মচারী ও জনসাধারনের মাঝে দু’শতাধিক বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, বাংলাদেশ সরকার আজকে জাতির জনকের স্মরণে যে বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছে এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। তারই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো আমরা যদি বাস্তবায়ন করি তহলে অচিরেই সোনার বাংলা গড়ে উঠবে। যে গাছের চারাগুলো বিতরন করা হয়েছে তা অবহেলা না করে যন্ত সহকারে রোপন করার আহবান জানান তিনি। বরিশাল বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে ঝালকাঠি পৌরসভাসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও দপ্তরে এক যোগে এ কর্মসূচি পালন করে।

ঝালকাঠি আজকাল