• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা  প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে এই সভায় জেলার বিভিন্ন সরকারি বিভাগ ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের জেলা প্রধানরা  সভায় অংশগ্রহন করে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আরিফুল ইসলাম সভা সঞ্চালনা করেন। সরকারের জেলা উন্নয়নের উপর আলোচনা করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) প্রশান্ত কুমার দে,সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার।

সভায় বিভিন্ন বিভাগের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা ভিত্তিক আলোচনা করেন। কৃষি, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ,গনপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অংশগ্রহন করে। জেলা প্রশাসক সরকারের সকল বিভাগের উন্নয়ন কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে গুনগতমান বজায় রেখে শেষ করার নির্দেশনা প্রদান করেন। বর্তমান সময় সুগন্ধা নদীর ভাঙ্গন ও গ্রাম পর্যায়ে কয়েকটি ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা পর্যালোচনা ভিত্তিক আলোচনা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা বাস্তবায়ন বিষয়ে আলোকপাত করেন। ঝালকাঠি জেলায় ৪টি উপজেলায় ৫কি.মি দীর্ঘ ম্যারাথন প্রতিযোগীতায় ১২ হাজার মানুষের অংশগ্রহন নিশ্চিত করনের বিষয় তুলে ধরেন।  

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোন ধরনের বাধা বা প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত সময়ে নিস্তপ্তি করে উন্নয়ন কার্যক্রম করার পরামর্শ দেন।  এছারা ও জেলায় মডেল মসজিদ নির্মান কাজ দ্রুত সময়ের মধ্যে কারার জন্য গনপূর্ত বিভাগকে তাগিদ দেয়া  হয়। এছাড়া সভায় জেলা প্রশাসক জেলার ৪টি উপজেলায় স্থবির উপজেলা ক্রীড়া সংস্থাকে সচল করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা দিয়েছেন।

ঝালকাঠি আজকাল