• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠি গ্রাম পুলিশদের পোশাক ও যোগাযোগের জন্য বাইসাইকেল বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় ২৯৩ জন গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জামাদি এবং তাদেরকে যোগাযোগের জন্য বাইসাইকেল বিতরণ করছে সরকার। বুধবার সকাল ১১ টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বাইসাইকেল ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায় ১৯২ জন গ্রাম পুলিশকে এই সাইকেল বিতরণ করা হয়।

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেকল মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি ভার্চুয়াল সংযুক্তি থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী ও উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী। অনুষ্ঠানে গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে এই অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানদের পক্ষে মজিবুল হক আকন্দ এবং গ্রাম পুলিশের জেলা সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন। গ্রাম পুলিশদের সরঞ্জামাদির মধ্যে পোশাক, রেইন কোর্ট, টর্সলাইট সহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার সকল শ্রেণীর মানুষের চাহিদা অনুযায়ী আন্তরিকতার সাথে পুরন করে চলছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত ও উন্নয়নমুখী দেশের পথে ধাবিত হচ্ছে।

ঝালকাঠি আজকাল