• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধি:
 উৎসব মুখোর পরিবেশে ঝালকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত ও দলের বিদ্রোহী প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। ঝালকাঠির চার উপজেলায় চেয়ারম্যান পদে নয়জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৫জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে চারজনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। অন্য পাঁচজন দলেল বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।  
দুপুরে মিছিল সহকারে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. আরিফুর রহমান খান মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রির্টানিং কর্মকর্তা  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ফরিদ উদ্দিন মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ঝালকাঠি সদরে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দলের সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ  রাজ্জাক আলী সেলিম, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, নলছিটিতে সহকারী রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলের জেলা সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান,  বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. জিকে মোস্তাফিজুর রহমান। রাজাপুরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, কাঠালিয়ায় মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের প্রার্থী মো. এমাদুল হক মনির, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গোলাম কিবরিয়া সিকদার। আগামী ২৪ মার্চ তৃতীয় দফায় ঝালকাঠির ৪টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
 

ঝালকাঠি আজকাল