• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

জুয়েল হত্যা: ২ আসামির ৩ দিন করে রিমান্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০  

লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনিতে জুয়েলকে হত্যার ঘটনায় দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রিমান্ডের আবেদন শুনানি শেষে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ফেরদৌসী (বেগম) এ আদেশ দেন।

রিমান্ডের আসামিরা হলেন, আবু কালাম ও জিএম মানিক।

ডিবি পুলিশ গত ২৩ নভেম্বর তাদের ৫ দিন করে রিমান্ডের আবেদন করে কোর্টে সোপর্দ করে। এর আগে ডিবি পুলিশের একটি দল গত ২২ নভেম্বর রাতে পাটগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবু কালাম ও জিএম মানিককে গ্রেফতার করে। 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ধার্মিক ছিলেন জুয়েল। তিনি নিয়মিত মসজিদে নামাজ আদায় করতেন। গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয় পাটগ্রাম থানায়। পরে মামলা হস্তান্তর করা হয় ডিবিতে।

ঝালকাঠি আজকাল