• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

জিম্বাবুয়ের সামনে আফগানদের রানের পাহাড়

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করিয়েছে আফগানিস্তান। মোহাম্মদ নবী ও নাজীবউল্লাহ জাদরানে ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান তোলে আফগানিস্তান। অর্ধশতক পূর্ণ করে নাজীবউল্লাহ জাদরান ৬৯ রানে অপারজিত ছিলেন। অন্যপ্রান্তে মোহাম্মদ নবী ১৮ বলে ৩৮ রানে ঝড়ো খেলে ইনিংসের শেষ বলে আউট হন।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেন আফগান ওপেনার উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ। পাওয়ার প্লেয়ে সম্পূর্ণ সুবিধা কাজে লাগায় আফগান এই ওপেনার। ২৪ বলে ৫ চার দুই ছয়ে ৪৩ রান করে ফিরে যান। এরপর আফগানদের কিছুটা চাপে জিম্বাবুয়ে বোলারার। দ্রুতই ফিরে যান অভিজ্ঞ হজরতউল্লাহ জাজাই। তার ব্যাট থেকে আসে ১৪ রান। দুই টপঅর্ডার ব্যাটসম্যান নাজিব তারাকাই ও সাবিক অধিনায়ক আসগর আফগানও নামের প্রতি সুবিচার করতে পারে নাই।

এই দু'জের পর মাঠে আসেন নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী। গড়ে তুলেন ১০৭ রানের জুটি। এই জুটিতেই রান পাহাড়ের চুড়ায় উঠে আফগানরা। সিরিজের প্রথম ম্যাচে হেরে এমনিতেই চাপে আছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে বাংলাদেশে কাছে ৩ উইকেটে হেরে যায় তারা।

স্কোর:
আফগানিস্তান ১৯৭/৫ (২০)
রহমানুউল্লাহ গুজরাজ ৪৩ (২৪)
হজরতউল্লাহ জাজাই ১৩ (১৪)
নাজীব তারাকাই ১৪ (১৯)
আসগর আফগান ১৪ (১৬)
নাজীবউল্লাহ জাদরান ৯৬ (২৪)
মোহাম্মদ নবী ৩৮ (১৮)

বোলার
আইন্সলে দলোভু ৪-০-৩৫-০
কাইল জার্ভিস ৩.৪-০-৪৫-০
টেন্ডাই চাতারা ৩-০-৪৫-১
শন উইলিয়ামসন ৪-০-১৬-২
রায়ান বার্ল ১-০-৪-০
নেভিদো মাদজিভা ৩-০-৩৪-০

 

ঝালকাঠি আজকাল