• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

জন সমাগম বিচ্ছিন্ন করতে ঝালকাঠিতে সেনা টহল শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

 

ঝালকাঠিতে করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধের লক্ষে সকলে বাসায় থাকার আহবান জানিয়ে জন সমাগম বিচ্ছিন্ন করতে গুরুত্বপূর্ণ এলাকায় টহলে নেমেছে সেনাবাহিনী। অযথা বাহিরে বের হলে ও মাস্ক না পড়লেই ব্যবস্থা হুশিয়ারি জানিয়ে মাইকিং করছেন সেনারা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঝালকাঠি শহরে রাজাপুরের বাগড়ি বাজারে ২টি গাড়িতে সেনাবাহিনীর টিম এ টহল শুরু করে। 
এ টহল অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনীর টহল টিম। জেলা প্রশাসের পক্ষ থেকে কাউকে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সাথে খাবার, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে। সেনাবাহিনীর পাশপাশি করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে পুলিশ, ম্যাচিষ্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। 

জেলায় বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখতে ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। তবে ঝালকাঠিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি।


 

ঝালকাঠি আজকাল