• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ছয় দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে রবিউলকে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

দিনাজপুরের ঘেড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় পুলিশের দাবিকৃত মূল আসামি রবিউলকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। আটক রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

জানা গেছে, দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট আদালতের (আমলি আদালত-৭) এর বিচারক আনজুমান আরার  আদালতে তোলা হয়েছে। আদালতে তোলার ৩ ঘণ্টা পর বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবাববন্দি প্রদান করবেন বলে পুলিশ জানিয়েছে। দুপুর ২টার দিকে বরিউল ইসলামের জবাববন্দি শুরু হবে। জবানবন্দির পর দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হতে পারে বলেও জানা গেছে।

ঝালকাঠি আজকাল