• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঘূর্ণিঝড় “ইয়াশ” : ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ মে ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সম্ভাব্য ঘূর্ণিঝড় যশ/ইয়াস মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে: জেলা ও উপজেলা পযায়ে কন্ট্রোলরুম খোলা, ৫৯টি সাইক্লোন সেল্টার খুলে দেয়া ও ৪৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্রে রূপ দেয়া; ৩৭টি মেডিকেল টিম গঠন, আশ্রয়কেন্দ্রেগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা, শুকনো খাবারের ব্যবস্থা করা, তৃণমূল পর্যায়ে মাইকিং করা, স্বেচ্ছাসেবক টিম গঠন ইত্যাদি। জেলা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সদরে ১৪ টি ধারণ ক্ষমতা ৭হাজার ৫শত জন,নলছিটি ১৭ টি ধারণ ক্ষমতা ৭হাজার ৬৫০জন,রাজাপুর ১ জাহার ৫০০শত জন,কাঠালিয়া ৭ হাজার ৭শত জন। এছাড়া আরো ৪৯১ টি সাইক্লোন সেল্টার কাম স্কুল  ও বিভিন্ন প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্রে হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। যার ধারণ ক্ষমতা ৮ হাজার জন।

গতরাতে অনুষ্ঠিত ঝালকাঠি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়ালি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল হক এবং উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি বিভিন্ন দফতরের জেলা-উপজেলা কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বেসরকারি সদস্যবৃন্দ ভার্চুয়ালি সভায় অংশ নেন।  

ঝালকাঠি আজকাল