• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঘরোয়া কাজে মেয়োনিজের ভিন্ন ব্যবহার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৬ মে ২০২১  

খাবারের স্বাদ বাড়াতে মেয়োনিজের তুলনা নেই। বিশেষ করে যেকোনো ফাস্টফুড আইটেমে মেয়োনিজ ব্যবহার করা হয়। যা খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। জানেন কি, মেয়োনিজ শুধু খাবারের স্বাদ বাড়াতেই কাজে লাগে না। এটি ঘরোয়া আরও নানা কাজেই ব্যবহার করা যায়।

মেয়োনিজ ব্যবহারে আপনার নিত্যদিনের অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া কাজে কীভাবে মেয়োনিজ ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত-

>> অসাবধানতাবশত চুলে চুইংগাম লেগে গেলে কিছুক্ষণ মেয়োনিজ লাগিয়ে রাখুন। তাতে চুইংগাম উঠে যাবে খুব সহজেই।

>> স্টিলের বাসন ব্যবহার করতে করতে প্রায়ই আঙুলের ছোপ পড়ে যায়। মেয়োনিজ লাগিয়ে স্টিলের বাসন আবার ভালো করে নরম কাপড় দিয়ে মুছে নিন। এতে বাসন ঝকঝকে হয়ে যাবে।

>> শিশুরা দেয়ালে আঁকিবুঁকি করতে ভালোবাসে। কিন্তু সেই দাগ সহজে উঠানো যায় না। তবে সেই দাগ সহজেই দূর করতে পারেন মেয়োনিজের সাহায্যে।  

>> দরজা-জানালার ছিটকিনি বা তালায় জং ধরে গেলে কিছুক্ষণ মেয়োনিজ লাগিয়ে রাখুন। এরপর কয়েকবার নাড়াচাড়া করুন। দেখবেন সহজেই জং দূর হয়ে যাবে।

>> কাঠের টেবিলের ওপর অনেক সময় চা বা কফির কাপ রাখলে সেখানে গোল হয়ে দাগ পড়ে যায়। দাগের জায়গায় মেয়োনিজ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। দাগ দূর হবে অনায়াসে।

>> মাঝে মধ্যে আঙুলের আংটি এমনভাবে চেপে বসে যে কিছুতেই খোলা যায় না। সেক্ষেত্রে আঙুলে ভালো করে মেয়োনিজ মেখে নিন। আংটি খুলে আসবে সহজেই।

ঝালকাঠি আজকাল