• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

গ্রামের নাম বদলে দেওয়ার চেষ্টা জামায়াতের!

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ জুলাই ২০২০  

বাগেরহাট জেলায় যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে গ্রামের নাম পরিবর্তন করার অভিযোগ উঠেছে। জামায়াত নেতারা জেলার শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের নাম পরিবর্তন করে মাদানি নগর রেখেছিল। পরবর্তীতে এলাকাবাসী ও সচেতন মহলের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে শনিবার (৪ জুলাই) পরিবর্তিত ওই নাম মুছে দিয়েছে উপজেলা প্রশাসন।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, জামায়াতের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা এ কে এম ইউসুফের বাড়ি শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে। সম্প্রতি স্থানীয় শিবির নেতা রফিক আকনের নেতৃত্ব গ্রামের এক কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গায় ‘মাদানি নগর’ নাম দিয়ে প্রচারণা চালায় জামায়াতের একটি চক্র। তারা গ্রামের নাম পরিবর্তন করতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাইল পোস্টসহ ব্রিজ ও বিভিন্ন পিলারের গায়ে ‘মাদানি নগর’ লেখে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই গ্রামের নাম মাদানি নগর করা হয়েছে বলে ব্যাপক প্রচারণা চালায়।

এর প্রেক্ষিতে বিষয়টি নিয়ে প্রথমে বিভ্রান্তিতে পড়েন সাধারণ গ্রামবাসী। পরে সম্মিলিতভাবে সচেতন মহল ও স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদ জানান। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ আল সাইদ। যারই ধারাবাহিকতায় তারা শনিবার (৪ জুলাই) সকালে ঘটনাস্থলে গিয়ে মাদানি নগর লেখা মুছে ফেলেন।

এ বিষয়ে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় প্রশাসন কিংবা কাউকে না জানিয়ে এভাবে একটি গ্রামের নাম পরিবর্তন করা চরম অপরাধ। সরকারসহ সবাইকে সচেতন থাকতে হবে, যাতে স্বাধীনতাবিরোধী এই অপশক্তি কোনভাবেই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে এবং দেশ ও দশের ক্ষতি করতে না পারে।

ঝালকাঠি আজকাল