• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

গোটা ভারতে নাগরিকপঞ্জি হবে, বাদ পড়বে না আসামও: অমিত শাহ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গোটা ভারতেই জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) হবে। বাদ পড়বে না আসামও। বুধবার (২০ নভেম্বর) দেশটির রাজ্যসভায় এ কথা বলেন তিনি।

অমিত শাহ বলেন, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং জৈন ধর্মাম্বলী মানুষদের নাগরিকত্ব দিতেই সরকার নাগরিকত্ব সংশোধনী বিল আনতে চলেছে। খবর জি নিউজ।

এনআরসি-র প্রশ্নে কোনও নির্দিষ্ট ধর্মের মানুষের চিন্তার কারণ নেই বলে জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ধর্ম, বর্ণ নির্বেশেষে মানুষের উপর দেশজুড়ে এনআরসি চলবে।

মুসলিমদের নাগরিকত্বের বিষয়ে সরকার কী ভাবনা চিন্তা করছে- সংসদে এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অমিত শাহ বলেন, শরণার্থী হিন্দু, পার্সি, বৌদ্ধ, জৈনদের নাগরিকত্ব দিতে নাগরিক সংশোধনী বিলের আওতায় আনা হবে। কারণ হিসাবে ব্যাখ্যা দিয়ে বলেন, পাকিস্তান এবং আফগানিস্তানে ওই সব শরণার্থীরা নির্যাতিত।

অমিত শাহ আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নিয়মে আসামে এনআরসি হয়। দেশজুড়ে যখন এনআরসি চলবে, সেই নিয়ম আসামেও কার্যকর হবে।

ঝালকাঠি আজকাল