• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

গোপন বৈঠকের সময় ৭ নারীসহ জামায়াতের ১০ নেতা-কর্মী গ্রেফতার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

 

কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের সাকরাইল গ্রাম থেকে ৭ নারীসহ জামায়েতের ১০ নেতা কর্মীকে গ্রেফতারের পর সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হচ্ছেন, জামায়েত নেতা মো. আনোয়ার হোসেন ( মাস্টার ), তার স্ত্রী উপজেলা জামায়েতের মহিলা শাখার সাধারণ সম্পাদক আয়নুন্নাহার বেগম, সভাপতি রত্না বেগম, সদস্য লাকী বেগম, হাফিজা বেগম,হাওয়া বেগম, লিপি বেগম, রাবেয়া খাতুন, মো. সৈকত মিয়া ও মো. ফরহাদ আলী। এসময় তাদের কাজ থেকে জিহাদী বই ও জামায়েতের বিভিন্ন ধরনের কাগজ জব্দ করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আল মামুন জানান, রবিবার বিকেল উপজেলার সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেনের বাড়িতে গোপন বৈঠক চলছিল। এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জামায়াতের এইসব নেতাকর্মীদের সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

ঝালকাঠি আজকাল