• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

গৃহঋণ নেয়া যাবে ২ কোটি টাকা পর্যন্ত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

 

 

 

এখন থেকে একজন গ্রাহক বাড়ি নির্মাণের জন্য সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ‌্যান্ড পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ নিতে পারবেন। তবে বাড়ি নির্মাণের ক্ষেত্রে মোট খরচের ৭০ শতাংশ সরবরাহ করবে ব্যাংক। বাকি টাকা সংগ্রহ করতে হবে গ্রাহককেই। এর আগে গৃহনির্মাণে সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা নিতে পারতেন একজন গ্রাহক।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক গৃহনির্মাণ ঋণের সীমা বৃদ্ধি করেছে।

ঝালকাঠি আজকাল