• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

গলফ মাঠে দুটি সাপের উদ্দাম নাচ, চমকে গেলেন নেটিজেনরা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ মার্চ ২০২০  

চমকে যাওয়ার মতো ঘটনার সাক্ষী বানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও। এবার দুটি বিরাট আকৃতির সাপ উদ্দামভাবে নেচে তাক লাগিয়েছে। সাপগুলোর নাচের ভিডিও (Snake dance video) দেখে চমকে গেছেন টুইটার ব্যবহারকারীরা।

বুধবার সাপের নাচের ভিডিওটি শেয়ার করেন বেঙ্গালুরুরের বাসিন্দা বসুধা বর্মা। ৩৬ সেকেন্ডের ভিডিওটি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ দেখেছেন। সেখানে জমা পড়েছে অসংখ্য মন্তব্য। মন্তব্যে অনেকে সাপ দুটিকে গোখরার পরিবর্তে র্যাটল সাপ হিসেবে চিহ্নিত করেছেন।

ওই ভিডিওতে দেখা যায়, গলফ মাঠে দুটি সাপ একে অপরকে পাক খেয়ে নেচে চলেছে। উদ্দাম নাচের ফলে সাপ দুটি মাঠে ঝোপের আড়ালে চলে যায়। তবুও নাচ থামেনি। গাছপালা ও ঝোপের আড়ালে তাদের নাচ দেখা গেছে।

বসুধা ভিডিও-এর ক্যাপশনে লিখেন, এক গলফ কোর্সের মাঠের নিরালা কোণ হয়ে উঠল ডান্স ফ্লোর। নজরকাড়া, নাচের পাকের ছন্দে আবদ্ধ ছিল তারা। ভিডিওটি টুইটারে পোস্ট করে ভারতীয় চারজন বন বিভাগের কর্মকর্তাকে ট্যাগ করেন বসুধা।

>>ভিডিও দেখতে ক্লিক করুন<<

ঝালকাঠি আজকাল