• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পাবলিক হারিসভা মিলনায়তনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় উত্তর শিক্ষক, শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া ও পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে। গণশিক্ষা কার্যক্রমের ঝালকাঠির সহকারী প্রকল্প পরিচালক সত্যজিৎ প্রমানিকের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: আরিফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, তরুন কর্মকার, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. তপন কুমার রায় চৌধুরী। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় ৪৪টি কেন্দ্রের আওতায় ১৩২০ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে গীতাপাঠ ও ক্রীড়া প্রতিযোগিতায় ৩০০ শিশু অংশগ্রহন করেছে। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে শিশুদের অভিভাবক ও মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষকমন্ডলী এবং স্থানীয় ধর্মীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল