• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঈদ রান্নায় রকমারি

খাসির মাংসের শাহী রেজালা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০  

খাসির মাংস সাধারণভাবে রান্না করার চেয়ে অন্যভাবে রান্না করলে ভালো স্বাদ পাওয়া যায়। রান্না করে দেখুন অসাধারণ রেসিপি খাসির মাংসের শাহী রেজালা। জেনে নেই কিভাবে তৈরি করবেন।
 

উপকরণ :

- খাসির মাংস ১ কেজি
- দই ১ কাপ
- পেঁয়াজ বাটা ১ কাপ
- আদা বাটা ২ টে চামচ
- রশুন বাটা ২ টে চামচ
- তেল বা ঘি আধা কাপ (খাসির মাংস এমনিতে তৈলাক্ত)
- এলাচ, দারুচিনি ৪/৫ টা
- চিনি ১ টে- চামচ
- লবণ স্বাদমতো
- কাঁচামরিচ ১০ টা
- পোস্ত বাটা ১ চা- চামচ
- আলুবোখারা ও গোলাপজল ইচ্ছা মত
- কিসমিস বাটা ২ টে চামচ
- পেঁয়াজ কুচি বেরেসতার জন্য

প্রণালী :

গোলাপজল, কাঁচামরিচ বাদে সব উপকরণ একসাথে রাখুন। মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিপে নিন। এবারে সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে নিন। হাঁড়িতে তেল বা ঘি গরম হলে পিঁয়াজ কুচি দিয়ে ভাজনা করে তুলে ঐ তেলের মধ্যে মাখানো মাংস দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে দিন ও জ্বাল মাঝারি করে রাখুন। মাংস সেদ্ধ হয়ে তেল উপরে উঠে এলে (যদি মাংস সেদ্ধ না হয় তবে অল্প গরম পানি দিয়ে দিতে পারেন) পোস্ত বাটা, কিসমিস, গোলাপজল, কাঁচামরিচ ও চিনি দিয়ে ৫ মিনিট নেড়ে আলুবোখারা দিয়ে দমে বসিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর পরিবেশনের আগে বেরেসতা ছিটিয়ে দিন মাংসের রেজালার উপর। এবারে পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করুন মজার শাহী রেজালা।

ঝালকাঠি আজকাল