• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ক্লাসিকোর ভেন্যু পাল্টানোর অনুরোধ লা লিগার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

 

 

 

বাড়ছেস্পেনের সায়ত্ত্বশাসিত অঞ্চল কাতালুনিয়ার স্বাধীনতাকামী ৯ নেতার কারাদণ্ডে ফুঁসছে বার্সেলোনা। শহরে স্থানীয়দের তীব্র বিক্ষোভের মুখে শঙ্কায় পড়েছে ন্যু ক্যাম্পে ২৬ অক্টোবর হতে যাওয়া মৌসুমের প্রথম এল ক্লাসিকো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই লড়াই বাধাবিঘ্ন ছাড়া আয়োজনে ভেন্যু পাল্টানোর অনুরোধ করেছে লা লিগা।

এই অনুরোধে বিস্মিত রিয়াল। একাধিক সূত্রে জানা গেছে, তারা ভেন্যু পাল্টাতে রাজি নয়। বার্সেলোনা সূত্র জানায়, তারা এখন পর্যন্ত ভেন্যু পরিবর্তনের কোনও অনুরোধ পায়নি। তবে ন্যু ক্যাম্পেই ম্যাচটি আয়োজন করার স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে তারা।

লা লিগার একজন মুখপাত্র বলেছেন, ‘আরএফইএফ (স্প্যানিশ ফুটবল ফেডারেশন) প্রতিযোগিতা কমিটিকে আমরা অনুরোধ করেছি একটি সভা ডাকতে এবং ক্লাসিকোর ভেন্যু পাল্টে মাদ্রিদে করতে। কারণ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’ শহরের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে অবগত বার্সা, কিন্তু ক্লাসিকোর ভেন্যু পরিবর্তন কোনও সমাধান নয় বলে বিশ্বাস তাদের।

বার্সার এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএনএফসি ছেপেছে, ‘আমরা এখনও ধীরস্থির আছি এবং বিশ্বাস করি এই দ্বন্দ্বের বলি যেন না হয় একটি ফুটবল ম্যাচ। এই ম্যাচের জন্য প্রত্যেকে অপেক্ষা করছে এবং ক্লাবের উচিত দায়িত্বশীলতার পরিচয় দেওয়া।’

বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন রাস্তা বন্ধ করে রেখেছে, এল প্রাত বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়েছে তাদের। বেশ কয়েকটি জায়গায় রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। মৌসুমের প্রথম এল ক্লাসিকো হতে আর বাকি ১০ দিন। এই সময়ের মধ্যে অস্থিরতার শেষ হবে, আশাবাদী বার্সেলোনা ফুটবল ক্লাব। ইএসপিএনএফসি

ঝালকাঠি আজকাল