• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

কোয়ারেন্টিনে অনুপম, রাস্তায় দাঁড়িয়ে অনিলের কুশল বিনিময়

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

 

একটি মার্কিন টিভি সিরিজের শুটিং শেষ করে গত ১৯ মার্চ ভারত ফেরেন বলিউড তারকা অনুপম খের। বাড়িতে ফিরেই কোয়ারেন্টিনে রয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। কারো সঙ্গে সাক্ষাৎ ছাড়াই মোট ১৪দিন তাকে থাকতে হবে গৃহবন্দী।


এদিকে অনুপমের সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে যান আরেক জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। কিন্তু কারোনা ভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে এবং স্ত্রী সুনীতার নিষেধাজ্ঞার কারণে তার বাড়িতে না ঢুকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ‘নায়ক’খ্যাত এই তারকা। শুধু তাই নয় বন্ধু অনুপম খেরের উদ্দেশ্যে গান গেয়েও তাকে উৎসাহ দেন তিনি।

আর অনুপম খের কথা বলেন বাড়ির ব্যলকনি থেকে। সে সময় দুইজন একে অপরকে ভিডিও করেন। যা টুইট করে শেয়ার করেন ভক্তদের সঙ্গে। 

ভিডিও পোস্ট করে অনুপম লেখেন, ভালোবাসার জন্যই অনেকসময় দূরত্ব বজায় রাখতেও হয়। আমার এই ভালোবাসার গল্প প্রতিবেশী তথা ভালো বন্ধু অনিল কাপুরের সঙ্গে। 

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজারে পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৪ হাজার। সংক্রমণ ছড়িয়েছে ১৬৭টি দেশে। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৮ হাজার। সংক্রমণের দিক থেকে শীর্ষেই রয়েছে চিন। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার। তার পরেই রয়েছে ইতালি। সেখানে এই সংখ্যাটা প্রায় ৫৯ হাজার। তবে মৃত্যুর দিক থেকে সব দেশকে ছাড়িয়ে গিয়েছে ইতালি। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার মানুষের।

ঝালকাঠি আজকাল