• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কোহলির অবসর ভাবনা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

ভারতের অধিনায়ক হিসেবে নিজের ওপর অত্যধিক চাপ বাড়লেও তা সামলে ক্রিকেটের সব ফরম্যাটে আরও তিন বছর খেলতে চান বিরাট কোহলি। ২০২০ সালসহ আগামী তিন বছরে দুটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু করার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা।

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। পাল্টা জবাব হিসেবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়াকে ধবলধোলাই করেছেন কিউইরা। এ অবস্থায় দুদলের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজে সেভাবে জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলি। কিউইদের বিরুদ্ধে কুড়ি ওভারের সিরিজে মাত্র ১০৫ রান করেন তিনি। আর ৫০ ওভারের সিরিজে সর্বসাকুল্যে ৭৫ রান করেন ভারতীয় অধিনায়ক।

এতে আতঙ্কিত হয়ে পড়েছেন দেশটির ক্রিকেটপ্রেমীরা। আইকন কোহলির ক্যারিশমা কি তবে পড়তির পথে? এমন প্রশ্নও ঘোরাফেরা করতে শুরু করেছে।

তবে ক্রিকেট দল হিসেবে ভারত অতীতের চেয়ে অনেক বেশি সম্পন্ন বলে দাবি করেছেন কোহলি। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট দলের নেতা হওয়ায় আরও ভালো পারফরম্যান্স দেয়ার লক্ষ্যে তার ওপর চাপ বাড়ছে। সেটি স্বীকারও করে নিয়েছেন তিনি।

চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছর ভারতে বসবে একই টুর্নামেন্টের অষ্টম আসর। ২০২৩ সালে এখানেই অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এর পর কোনো এক ফরম্যাট থেকে অবসর নিতে পারেন কোহলি।

ক্রিকেটে একের পর এক সাফল্য পেলেও আন্তর্জাতিক স্তরে বড় টুর্নামেন্ট জয়ের ক্ষরা কাটানোই এখন ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। কার্যত সেটি স্বীকার করছেন কোহলি। বয়স বাড়ছে তা বুঝতে পারছেন ৩১ বছরের ক্রিকেটার। তার শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না, তাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। তাই বলে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না ভিকে।

কোহলি বলেন, ক্রিকেটের তিন সংস্করণে আগামী তিন বছর চুটিয়ে খেলতে প্রস্তুত আমি। ৩৪ বা ৩৫ বছর বয়সে আমার ভাবনা অন্যরকম হবে। এ ব্যাপারে স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের কথা বলেছেন তিনি।

টেস্টই ক্রিকেটের সেরা ফরম্যাট, তা আগেও বলেছেন কোহলি। আবারও একই কথা বললেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট টুর্নামেন্ট বলে ভূষিত করেন মেন ইন ব্লুদের ব্যাটিং মায়েস্ত্রো।

ঝালকাঠি আজকাল