• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পোড়ালো কোস্ট গার্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০  

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা দুইটি দোকান ও একটি বাড়িতে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক।

তিনি বলেন, বুধবার কোস্ট গার্ডের লে: কমান্ডার এম সাজ্জাদ হোসনে, বিএন এবং স্টেশন কমান্ডার পাগলা লে: আসিফ এর নেতৃত্বে সোনারগাঁও উপজেলার আনন্দ বাজার এলাকায় দুইটি দোকান ও একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।  

লে: কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা, ডাকাতি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ঝালকাঠি আজকাল