• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন এমপি আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে খরিফ-১ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এক হাজার চারশ (১৪০০) কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের হাতে বীজ-সার তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের এ কার্যক্রমের আওতায় প্রতিজন কৃষক এক বিঘা জমিতে উচ্চফলনশীল (উফশী) আউশ ধান চাষের জন্য পাঁচ কেজি বীজ এবং ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। 

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আতাহার মিয়ার সভাপতিত্বে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান এবং কৃষি বিভাগের কর্মকর্তাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। 


 

ঝালকাঠি আজকাল