• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কিস্তির টাকা তুলতে গিয়ে ৩ এনজিও কর্মী ধরা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

ঠাকুরগাঁওয়ে সরকারি আদেশ উপেক্ষা করে কিস্তির টাকা আদায় করার সময় ইএসডিওর এবং পদক্ষেপ নামে দুটি এনজিওর ৩ জনকে আটক করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। পরে তাদের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে সোপর্দ করা হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) সকালে আব্দুল্লাহ আল মামুন পৌরসভার হাজীপাড়া ও গোয়ালপাড়া থেকে ঋণের টাকা উত্তোলনের সময় মোবাইলে খবর পেয়ে তাদের ঘটনাস্থল থেকে আটক করেন। 

পরে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের কাছে সোপর্দ করলে তাদের সতর্ক এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিস্তি আদায় করবে না এমন অঙ্গীকার করার পর তাদের ছেড়ে দেয়া হয়।

এর আগে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফেসবুকে ঘোষণা দেন, এলাকায় কেউ কিস্তি আদায় করতে গেলে প্রশাসনকে খবর দেয়ার জন্য। 

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, করোনা ভাইরাসের কারণে মানুষ এমনিতে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় এনজিওগুলোর কিস্তির খড়গে চরম দুর্বিসহ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তাই প্রশাসনের পক্ষ থেকে এ সময়টা কাটিয়ে না ওঠা পর্যন্ত ঋণের টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা প্রদান করি। এরপরও সংগঠনের কর্তৃপক্ষ অমানবিক হয়ে তাদের কর্মীদের টাকা উত্তোলনের নির্দেশ দেয়। 

এ অভিযান অব্যাহত থাকবে, এ সময়ে কোনো সংগঠন কিস্তি আদায় করতে পারবে না বলে জানান তিনি।

ঝালকাঠি আজকাল