• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কাঠালিয়ায় পাইপগান, গুলি ও ইয়াবাসহ একজন গ্রেফতার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় একটি দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান তিন রাউন্ড তাজা কার্তুজ ও একশত ৯৩ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ জামাল হাওলাদার (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ একটি দল। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার দক্ষিন চেচরী গ্রামের জামাল হাওলাদারের ঘর থেকে অস্ত্র গুলি ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত জামাল হাওলাদার উপজেলার দক্ষিন চেচরী গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো.আমজাদ হোসেন বাদী হয়ে জামাল হাওলাদারসহ ৬জনকে আসামী করে থানায় অস্ত্র আইনে ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন। (মামলা নং-০৯ ও ১০)
মামলা সূত্রে জানাগেছে, র‌্যাব-৮ এর একটি টহলদল গতকাল বুধবার বিকেলে উপজেলার দক্ষিন চেচরী এলাকার জোরাপোল বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দক্ষিন চেচরী গ্রামের জামাল হাওলাদারের ঘরে মাদক জাতীয় দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবরের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জামাল হাওলাদারকে আটক করতে পারলেও অন্য আসামীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জামাল হাওলাদারকে পালানোর কারণ জানতে চাইলে তিনি জানান তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র রক্ষিত আছে। এসময় স্থানীয় লোকজনের মোকাবেলায় আটককৃত জামাল হাওলাদারের বসত ঘরের দোতলায় তল্লাশি চালিয়ে একটি রেকসিনের তৈরী ব্যাগের মধ্যে থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট একটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, জামাল হাওলাদার একজন মাদক ব্যবসায়ী । তার ভয়ে মানুষ মুখ খুলতে সাহস পায়না। থানা অফিসার ইনচার্জ মো.এনামুল হক জানান, অস্ত্র কার্তুজ ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো.আমজাদ হোসেন বাদী হয়ে থানায় অস্ত্র আইনে ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন। আসামী জামাল হোসেনকে কোর্টে আজ চালান করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যহত আছে।

 

ঝালকাঠি আজকাল