• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কাঠালিয়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ম্যুরাল প্রতিকৃতির ফলক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে ভিডিও কনফারেনন্সের মাধ্যমে ফলকের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,১৪ দলীয় জোটের মুখপাত্র ও সমস্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

ফলক উন্মোচনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাকফেরত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কাঠালিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের প্রবেশমূখে স্থানীয় সরকার বিভাগের ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ স্তম্ভে ব্যবহার করা হয়েছে টেরিকোঠা টাইলস।

এতে রয়েছে ১৯৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র স্বাধিকার আন্দোলন এবং মহান মুক্তিযোদ্ধের খন্ডচিত্র। আগমী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

ফলক উন্মোচন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, উপজেলা নির্বািহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল