• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কাঁঠালিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯  


ঝালকাঠির কাঠালিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে দুটি বসত ঘর একটি পাকের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃস্পতিবার ভোর রাতে উপজেলা সদরের পশ্চিম আউরা গ্রামের মুন্সি বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে এক প্রতিবন্ধিসহ কমপক্ষে চার জন আহত হয়েছে। অগ্নিকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ঘর মালিকরা জানান। 
জানাগেছে, বৃস্পতিবার রাত তিনটার দিকে ইদ্রিস আলী মুন্সির বসত ও পাকের ঘর এবং একই বাড়ীর সমাজ সেবা অফিসের সাবেক ফিল্ড অফিসার মো.আলমগীর হোসেন মুন্সির ভাড়াটিয়া ঘর আগুনে জ্বলতে বাড়ীর লোকজন ডাক-চিৎকার দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ী এসে বাড়ীর লোকজন ও স্থানীয়দের সহায়তায় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার পুর্বেই আলমগীর হোসেন মুন্সির বসত ঘর ও ইদ্রিস আলী মুন্সির পাকের ঘর সম্পূর্ন ও বসত ঘরের অধিকাংশ পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে মিলন মুন্সি তার ভাই রিয়াজুল মুন্সি, লিটন মুন্সি ও ঘরের মধ্যে থাকা বাক প্রতিবন্ধি আবদুল কুদ্দুস আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্থ্য ইদ্রিস আলী মুন্সি জানান, রাত তিনটার দিকে আমার বসত ঘর ও পাকের ঘরের মাঝখান থেকে এবং আলমগীর হোসেন মুন্সির বসত ঘরের পিছন দিয়ে দূর্বত্তরা আগুন দেয়। জমিজমা সংক্রান্তে প্রতিপক্ষের সাথে দ্ধন্ধ আতœকলহ ও মামলা চলছে তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি জানান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, খবর পেয়েই অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝালকাঠি আজকাল