• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কাঁঠালিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার থানায় মামলা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯  



ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশের অভিযানে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র রামদাও, চাপাতি ও হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে কাঠালিয়া-মঠবাড়ীয়া সীমান্তের ঝোড়খালী নুতন হাটের একটি বয়লার মুরগীর দোকানের মধ্য থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪জন নামধরা ও অজ্ঞাত নামা ৫-৬জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাগেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঝোড়খালী নুতন বাজারে নাসির চাকরের দোকানের মধ্যে বসে ডাকাতির প্রস্তুতির প্রস্তুতি নিচ্ছিল পার্শ্ববর্তী মঠবাড়ীয়া উপজেলার দাউদখালী গ্রামের নাসির চাকর (৪০) সোহাগ চাকর (৩২) মিরাজ চাকর (২৮) ও রিয়াজ চাকর (২৫) সহ অজ্ঞাতনামা ৫-৬জন। টের পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মধ্যে অস্ত্র রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ডাকাতদের আটক করতে না পাড়লেও ঘর থেকে রামদাও, চাপাতি ও হাতুড়ি উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া থানার এএসআই মো.কবির খান জনান, আসামীরা পার্শ্ববর্তী মঠবাড়ীয়া উপজেলার বাসিন্ধা তাদের বিরুদ্ধে সন্ত্রার্সী চাঁদাবাজী ও ডাকাতির অভিযোগ রয়েছে। এদের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায়না।
থানা অফিসার ইনচার্জ এনামুল হক জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
 

ঝালকাঠি আজকাল