• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কাঁঠালিয়ায় খালের অবৈধ বাঁধ কেটে দিয়েছে প্রশাসন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৮ জুলাই ২০২০  

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সরকারি খালের উপর অবৈধ বাঁধ কেটে দিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এসব খালে বাঁধ দিয়ে অবৈধ ভাবে কিছু প্রভাবশালীরা মাছ চাষ করে আসছিলো। এর ফলে খালে সাধারণ পানি চলাচল বন্ধ ছিলো। কৃষকরা চাষাবাদে জমিতে পানি দিতে পারতো না। বুধবার সকালে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের গৈবির খাল ও আলহাজ্ব কেএইচ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি খালে অবৈধভাবে দেয়া বাঁধ দু’টি কেটে দিয়ে স্থায়ী জলাবদ্ধতা উন্মুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।

ইতিপুর্বে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের মাঝি বাড়ী হলদিয়া খালর, দক্ষিন চেঁচরী গ্রামের খুনের বাসার খালের বাঁধ সহ ৬টি ইউনিয়নে ৭ টি খালের বাঁধ কেটে ফেলে পানি চলাচলসহ কৃষি ও মৎস্যের ব্যাপক সুবিধা হয়েছে।

স্থানীয়রা জানান, সরকারি রেকর্ডীয় খাল গুলো দখল করে স্থানীয় কতিপয় লোকজন তাদের সুবিধামত বাঁধ দিয়ে সাধারণ মানুষের জন্যে মরণ ফাঁদে পরিণত করেছেন। দীর্ঘদিন পর অবৈধ বাঁধ কেটে খালগুলো উম্মুক্ত কওে দেয়া মানুষের মাঝে আনন্দ ফিরে এসেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার বলেন, যে সকল খালের বাঁধ জনসাধারনের ক্ষতি করে সে বাঁধগুলো জনস্বার্থে কেটে ফেলা হচ্ছে। সরকারি খালের উপর অবৈধ বাঁধ দিয়ে জনসাধারনের অসবিধা সৃষ্টি করলে সে সব খালের বাঁধ কেটে দেয়া হবে।

ঝালকাঠি আজকাল