• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কাঁঠালিয়ার কৈখালী বাজারে অগ্নিকান্ড, ৪ কোটি টাকার ক্ষতি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩১ মে ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাসত ঘর পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়েঅন্তত ১০জন আহত হয়েছেন। এতে প্রায় ৩কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এরমধ্যে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এবং ১০টি ক্ষতিগ্রস্থ হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুইঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার সকাল সারে সাত টায় কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভিযোগ আগুন লাগার সাথে সাথে কাঠালিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফয়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জনান, সবুজের কসমেটিক্স এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে মন্নান খানের ফার্মেসী, মোজাম্মেল খানের হার্ডওয়ার, ডেকোরেটর ও গোডাউন, বায়জিদের বিকাশ ও কসমেটিক্সের দোকান, রাসেল ষ্টোর, মিজানের হোটেলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে কাঠালিয়া ফায়ার সার্ভিস পরে ভান্ডারিয়া ও ঝালকাঠির ফায়ার সার্ভিস প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুননিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এরই মধ্যে ফার্মেসি, মুদি-মনোহরী, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফ্লাক্সি লোড, হোটেল, আড়ৎদারি ব্যবসা ও চায়ের দোকানসহ কাঁচা-পাকা ও টিনের ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ঝালকাঠি ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক মোঃ ফিরোজ কুদুবী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ৪কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ঝালকাঠি আজকাল