• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

করোনা সচেতনতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হোয়াটসঅ্যাপ চ্যানেল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে জনসচেতনতা বাড়াতে হোয়াটসঅ্যাপে একটি বিশেষ চ্যানেল তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।  যেখানে সদস্য হয়ে যেকেউ চ্যাটের মাধ্যমে জেনে নিতে পারবেন প্রয়োজনীয় তথ্য।

সেবাটি পেতে আপনার হোয়াটসঅ্যাপে যোগ করে নিন +41 79 893 18 92 -এই নম্বরটি। এবার ‘hi’ লিখলেই শুরু হয়ে যাবে আলাপচারিতা। বিস্তারিত জানতে লিংকে- https://bit.ly/2vG6wpt   ক্লিক করুন।

ডব্লিউএইচও সূত্রে জানা যায়, করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে আরো ব্যাপক আকারে জনসচেতনতা তৈরির জন্যই হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  হোয়াটসঅ্যাপে তৈরি করা হয়েছে ডব্লিউএইচও-র একটি বিশেষ চ্যানেল।  সেখানে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে।  যে কেউ চ্যাটের মাধ্যমে তা জানতে পারবেন।

মহামারি করোনাভাইরাসে সর্বশেষ ১৪ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৯ হাজারের বেশি।  বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে এখন পর্যন্ত ৯৯ হাজার ১৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ঝালকাঠি আজকাল