• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

করোনা শনাক্তের ২৮ দিন পর কাজে যোগ দেওয়া যাবে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

লক্ষণ-উপসর্গ মুক্ত হওয়া সাপেক্ষে করোনা শনাক্তের পর ২৮ দিন পার হলে কাজে যোগ দেওয়া যাবে। স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘সুস্থ হয়ে যাওয়ার পর অনেকেরই কাজে ফিরতে অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে যে কেউ কোভিড-১৯ পজিটিভ হলে অবশ্যই ১৪ দিন আইসোলেশনে থাকবেন। লক্ষণ-উপসর্গ মুক্ত হলে তিনি আরও ১৪দিন কোয়ারেন্টিন থেকে স্বাভাবিকভাবে কাজে ফিরবেন। যদিও ক্লিনিক্যাল গাইডলাইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সিডিসি এই সময়টিকে ১০ দিন বলেছে, তবুও অতিরিক্ত সতর্কতা বিবেচনা এখানে ১৪ দিন বলা হচ্ছে। লক্ষণ উপসর্গ মুক্ত হলে ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে তারা কাজে ফিরে যেতে পারবেন। সুতরাং নিয়োগকর্তা যারা আছেন তারা এই বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মী, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তাদের কাজে ফিরতে সহায়তা করবেন। এক্ষেত্রে আর কোনও পরীক্ষার দরকার হবে না।’

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এর পর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৯২৬ জনের। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন।

ঝালকাঠি আজকাল