• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

করোনা মোকাবিলাই এখন মহারাজনীতি -১৪ দল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  


  
করোনা ভাইরাসের কারণে দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবী, গরীব মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। নেতারা বলেন, এখন আর রাজনীতি নয়। প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলা করাই এখন মহারাজনীতি। 

শনিবার (২৮ মার্চ) দলের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু সরকারের একার পক্ষে সব কিছু করা সম্ভব না। তাই আসুন সবাই দৈনিক খেটে খাওযা দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই। এখন আর রাজনীতি নয়। প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলা করাই এখন মহারাজনীতি। 

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে এক দিক-নির্দেশনামূলক ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ভাষণ মহা বিপর্যয়ের সম্মুখীন জাতিকে সাহস ও আত্মবিশ্বাস যোগাবে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

ঝালকাঠি আজকাল