• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কক্সবাজারে হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে ছাত্রলীগ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য হাতকে জীবাণুমুক্ত রাখতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সারাদেশে নিজেদের তত্ত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার বিকেল থেকেই কক্সবাজারে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজে নামে ছাত্রলীগ।  তারা ১ম ধাপে তিনশ’ বোতল স্যানিটাইজার তৈরি করেছে।  জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীনের নেতৃত্বে নেতৃবৃন্দ হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে কাজ করে। 

মইন উদ্দীন বলেন, ফার্মাসির কয়েকজন শিক্ষার্থীদের সহযোগিতায় তিনি হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নেন। নিজেদের তৈরিকৃত এসব স্যানিটাইজার বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে বলেন জানান।

ঝালকাঠি আজকাল