• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

এবার জামিন নিয়ে সমালোচিত মির্জা ফখরুলসহ ৩৫ নেতা!

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

গত ২৫ মার্চ দুই শর্তে জামিন পেয়েছেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের নেতাদের প্রতি আস্থা হারিয়ে তার পরিবারের মাধ্যমে সরকারের প্রতি বিশেষ অনুরোধে মুক্তি নেয়ায় বেশ মনঃক্ষুণ্ণ দলের নেতারা। মুক্তির পর এ নিয়ে পরিবারের সাথে দলের নেতাদের নীরব যুদ্ধ এখনও চলমান। এর রেশ কাটতে না কাটতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির একাধিক নেতাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

সূত্র বলছে, সরকারের অনুকম্পায় জামিন নেয়ার ঘোর বিরোধিতা করে আসছিলো বিএনপির একাধিক শীর্ষ নেতা। খালেদা জিয়া মুক্তি লাভের পর সেই বিরোধ আরও জোরদার হয়। মির্জা ফখরুল ইসলামসহ যারা খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করছিলেন এরকম ৩৫ নেতাকর্মী দুইটি মামলায় জামিন পাওয়ায় সমালোচিত হচ্ছেন তারা।

জানা গেছে, নাশকতার দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতাকর্মী জামিন পেয়েছেন। জামিন প্রাপ্ত নেতাদের মধ‌্যে রয়েছেন- গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মোয়াজ্জেম হোসেন আলাল।

এমন প্রেক্ষাপটে কর্মীরা বলছেন, খালেদা জিয়ার জামিন সরকারের অনুকম্পা বলে যারা মাঠ গরম করছিলেন তারা নিজেরাই যোগাযোগ করে জামিনে মুক্তি নিচ্ছেন। গোপনে সবাই এক, বাইরে এসে হতবাক- অবস্থা এমন দাঁড়িয়েছে।

বিষয়টি নিয়ে শীর্ষ কোনো নেতাই মন্তব্য করতে চায়নি। তবে তাদের কেউ কেউ বলছেন, বিএনপির অনেক নেতাই খালেদা জিয়ার মুক্তির পক্ষে ছিলেন না। তাই মুক্তির পরে এ নিয়ে নানা সমালোচনা করেছে। এখন যারা নিজেদের জামিন নিলেন তারা আসলে খালেদা জিয়াকে জেলে রেখে রাজনীতি করতে চেয়েছিলো। তা না হওয়ায় তাদের স্বার্থে আঘাত লেগেছে। অথচ নিরুপায় হয়ে সরকারের কাছে জামিন নিয়ে কোনো অন‌্যায় করেননি খালেদা জিয়া। অন‌্যায় করেছেন তারা যারা প্রকাশ‌্যে বিরোধিতা করে গোপনে নিজেদের জামিন নিতে সরকারের দ্বারস্থ হয়েছেন।

ঝালকাঠি আজকাল