• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

একদলে মেসি-নেইমার-রোনালদো, কোচ পেপ গার্দিওলা!

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০  

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার এই তিন মহাতারকা পিএসজিতে খেলবেন বলে জানিয়ে দিয়েছেন দলটির সাবেক মিডফিল্ডার ফ্যাব্রিস প্যানক্রেত। শুধু তারাই নন, তাদের দলের কোচ পেপ গার্দিওলা হবেন বলেও দাবি করেছেন তিনি।

পিএসজির হয়ে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত খেলা প্যানক্রেত বিশ্বাস করেন মেসিকে দলে ভেড়াতে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির মাস্টারপ্ল্যান রয়েছে। এমনকি গার্দিওলা ও জুভ তারকা রোনালদোকেও দলে নিতে চায় দলটি।

লে পারিসিয়ানে প্যানক্রেত বলেন, আমার চিন্তাটা আপনাদের বলি। শহরটা কেমন সেটা নাই বলি-কারণ ম্যানচেস্টার বিশ্রী, ধূসর, বৃষ্টি লেগেই থাকে। এমন প্রচুর কারণ রয়েছে মেসির প্যারিসে যাওয়ার। আর রোনালদো ২০২১ সালে যোগ দেবে এবং গার্দিওলাও।

তিনি আরো বলেন, আমার মনে হয় গার্দিওলা ও মেসি আগেই নিজেদের মাঝে কথা বলেছে। তিনি অবশ্যই মেসিকে বলেছেন ‘আমরা একসাথ হচ্ছি’। আমি তোমাকে ম্যানচেস্টারে চাই, তবে প্যারিসে যাও এবং চিন্তা করোনা পরের বছর আমিও সেখানে যোগ দেব।

প্যানক্রেত বলেন, এটা ইতিহাসের প্রথম দল হবে যেখানে ভিনগ্রহের চার ফুটবলার খেলবে: রোনালদো, মেসি, নেইমার, (কিলিয়ান) এমবাপ্পে। সাথে একজন পাগলাটে কোচ।

ঝালকাঠি আজকাল