• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ইয়েমেনের সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা, নিহত ৬০

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

 


ইয়েমেনের মারিব শহরের একটি সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। শনিবারের এই হামলায় ৬০ জন সামরিক কর্মকর্তা নিহত ও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেনযুদ্ধকে আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়।

সৌদি আরবের আল আকবরিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, শনিবার ইয়েমেনের সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করেনি হুথি বিদ্রোহীরা।

প্রসঙ্গত, রাজধানী সানাসহ ইয়েমেনের বড় শহরগুলোর নিয়ন্ত্রণ রয়েছে হুথি বিদ্রোহীদের কাছে। তাদের দাবি ইরানের পুতুল হয়ে নয় বরং একটি দুর্নীতিবাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে তারা।

ঝালকাঠি আজকাল