• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ইতিহাসের দীর্ঘতম ফ্লাইটের সফল পরিচালনা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

টানা ১৬ হাজার ২শ' কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইতিহাসের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট সফলভাবে পরিচালনা করেছে অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইন্স।

রবিবার স্থানীয় সকাল ৭ টা ৪৩ মিনিট বোয়িং-সেভেন-এইট-সেভেন-নাইট বিমানটি ৪৯ জন যাত্রী নিয়ে সিডনি বিমানবন্দর অবতরণ করে। এই প্রথম নিউইয়র্ক থেকে সিডনি পর্যন্ত সরাসরি ফ্লাইট পরিচালনা করে কান্তাস এয়ারলাইন্স। ফ্লাইটটি পরিচালনায় ছিলেন ছয় জন পাইলট এবং ছয় জন ক্রু। 

শুক্রবার স্থানীয় সময় রাত ৯ টা ২৭ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা দিয়ে ১৬ হাজার ২শ কিলোমিটার পথ পাড়ি দিতে ফ্লাইটটির সময় লাগে ১৯ ঘণ্টা ১৬ মিনিট। এসময় জ্বালানি খরচ হয় ৭০০ ব্যারেল এর বেশি।

 

আকাশপথে এমন দীর্ঘ ভ্রমণ বিমানের পাইলট, ক্রু ও যাত্রীদের ওপর কি প্রভাব ফেলে তা জানতেই পরীক্ষাটি চালায় কান্তাস। এছাড়া আগামী মাসে এই বিমানটি লন্ডন থেকে সিডনির উদ্দেশে বিরতিহীন যাত্রা করবে বলে জানা যায়। বিরতিহীন লম্বা সময়ের এসব ফ্লাইট পরিচালনায় চলতি বছরের শেষ নাগাদ সিদ্ধান্ত নেবে কান্তাস।

সাড়া পেলে ২০২২ থেকে ২০২৩ সালের দিকে আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে ফ্লাইটটি।

ঝালকাঠি আজকাল