• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ইউনেস্কোর সাধারণ অধিবেশনে অংশ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

 


প্যারিসে চলমান ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আয়োজিত সংস্কৃতি মন্ত্রীদের ফোরামে অংশগ্রহণ করেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে. এম. খালিদ।
 

বিশ্বের ১৩৯টি দেশ থেকে সংস্কৃতি মন্ত্রীরা এ ফোরামে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত এ ফোরামে চারটি থিমে ১৬টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৃজনশীল শিল্পসমূহে শিক্ষা ও প্রশিক্ষণ দিতে বাংলাদেশে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন প্রতিমন্ত্রী।

এছাড়া ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রকে ডিজিটাইজেশনের মাধ্যমে সংরক্ষণ ও সম্প্রসারণের উপর বাংলাদেশ বিশেষ গুরুত্ব আরোপ করছে বলেও জানান তিনি।

ঝালকাঠি আজকাল