• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

জাতীয় দিবসে

ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ লিখতে হাইকোর্টের রুল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

২১ ফেব্রুয়ারিসহ সকল জাতীয় দিবসে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ লেখায় পদক্ষেপ নিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মন্ত্রীপরিষদ সচিবকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ রুল জারি করেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জনৈক নস্কর আলীর করা রিট আবেদনে এ আদেশ দেয়া হয়। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রিট আবেদনকারী আইনজীবী জানান, সরকার ২১ ফেব্রুয়ারি ও ইংরেজি বর্ষের সঙ্গে মিলিয়ে বাংলা সন ঠিক করেছেন। সেই হিসেবে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বাংলা তারিখ হবে ৮ ফাল্গুন। কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন দাওয়াতপত্র বা কাগজপত্রে শুধুই ২১ ফেব্রুয়ারি উল্লেখ করা হচ্ছে। শুধুই ২১ ফেব্রুয়ারি নয়, সকল জাতীয় দিবসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তাই ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ লেখার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়।

ঝালকাঠি আজকাল