• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আত্মমর্যাদাহীন মানুষ জান্নাতে প্রবেশ করবে না

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

 

ইসলামের দৃষ্টিতে আত্মমর্যাদাহীন হওয়া মানে মানুষের চিন্তা-চেতনায় এমন পরিবর্তন হয়ে যাওয়া যে, তখন সে তার পরিবারের কোনো নারী সদস্যের অশ্লীল চলাফেরা, পরপুরুষের সঙ্গে মেলামেশা ইত্যাদিকে স্বাভাবিকভাবে মেনে নেয়। অথবা এমন ব্যক্তি, যে তার স্ত্রী বা মাহরামের ক্ষেত্রে পাপাচার (তথা ব্যভিচারকে) সমর্থন করে। শরিয়তের পরিভাষায়, এমন দায়িত্বহীন অভিভাবককে ‘দাইয়ূস’ বলে। অথচ মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا

‘হে মুমিনগণ! নিজকে এবং নিজ পরিবারের সদস্যদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো’ (সুরা তাহরিম :৬)

মুসনাদে আহমাদের এক হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন-

ثَلَاثَةٌ قَدْ حَرّمَ اللهُ عَلَيْهِمُ الْجَنّةَ: مُدْمِنُ الْخَمْرِ، وَالْعَاقّ، وَالدَّيُّوثُ، الّذِي يُقِرّ فِي أَهْلِهِ الْخَبَثَ.

তিন ব্যক্তির উপর আল্লাহ তায়ালা জান্নাত হারাম করেছেন:
১. মদ্য পানে অভ্যস্ত ব্যক্তি।
২. পিতা-মাতার অবাধ্য সন্তান।
৩. দাইয়ূস অর্থাৎ ঐ আত্মমর্যাদাহীন ব্যক্তি, যে তার পরিবারের মহিলাদের ক্ষেত্রে পাপাচার অর্থাৎ ব্যভিচার ইত্যাদিকে সমর্থন করে। (মুসনাদে আহমাদ :৫৩৭২)

অপর এক হাদিসে রাসুল (সা.) বলেন-

ثَلَاثٌ لَا يَدْخُلُونَ الْجَنّةَ، وَلَا يَنْظُرُ اللهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ: الْعَاقّ بِوَالِدَيْهِ، وَالْمَرْأَةُ الْمُتَرَجِّلَةُ الْمُتَشَبِّهَةُ بِالرِّجَالِ، وَالدّيّوثُ.

তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এবং কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তাদের দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না:
১. পিতা-মাতার অবাধ্য সন্তান।
২. পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারী।
৩. দাইয়ূস। (মুসনাদে আহমাদ :৬১৮০)

তবে আমাদের মনে রাখতে হবে, কাউকে ‘দাইয়ূস’ বলে গালি দেওয়া নাজায়েজ। এ থেকে বিরত থাকা আবশ্যক। (মিরকাতুল মাফাতিহ ৭/২২০; তাবয়ীনুল হাকায়েক ৩/৬৩৫; আল বাহরুর রায়েক ৫/৪৪; আদ্দুররুল মুখতার ৪/৭০)

ঝালকাঠি আজকাল