• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা: ঝালকাঠি ভ্রমণে ভারতের রাষ্ট্রদূত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, আতিথিয়তায় বাংলাদেশিরাই সেরা। পারিবারিক পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সবসময় অভিভূত। রোববার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান এবং ভাসমান হাট-বাজার পরির্দশন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশকালে এ কথা বলেন ভারতের রাষ্ট্রদূত।

রোববার সকাল ৮টায় তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে পরিদর্শনে আসেন। সেখানে জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাশ প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনীন মন্দির ঘুরে দেখেন।

এসময় গ্রামবাসী তাকে ঊলুধ্বণি আর শাঁখ বাজিয়ে বরণ করেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের ২ কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা অরণ্য আর ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন তিনি। পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে ভারতের রাষ্ট্রদূত গার্ড অব অনার গ্রহণ শেষে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন।

 

ঝালকাঠি আজকাল