• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আজ সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

বরেণ্য কণ্ঠশিল্পী, সংগীত ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ। ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এই নক্ষত্র। আশি বছরে পদার্পণের এই দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার।

অগণিত কালজয়ী গানের এই শিল্পী জানান, ঘটা করে জন্মদিন পালন করা কখনই হয়ে ওঠেনি। তারপরও এই দিনটি এলে সবাই শুভেচ্ছা জানান, দোয়া করেন, এটাই বড় প্রাপ্তি।

আজকের এই বিশেষ দিনটি কীভাবে কাটাবেন জানতে চাইলে সৈয়দ আব্দুল হাদী বলেন, 'অন্যান্য দিনের মতোই পরিবারের সঙ্গে সময় কাটবে। অনেকে হয়তো শুভেচ্ছা, ভালোবাসা জানাবেন- সেই ভালো লাগাটুকু নিয়েই দিনটি কেটে যাবে।

প্রসঙ্গত, ষাটের দশক থেকে শুরু হয়েছিল সৈয়দ আব্দুল হাদীর সংগীত ভুবনে পথচলা। সেই শুরু এবং এখনও তা অব্যাহত আছে। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, ক্যাসেট, অনলাইনসহ প্রতিটি মাধ্যমে ছিল তার বিচরণ। গানের পাশাপাশি টিভি অনুষ্ঠান প্রযোজনা, উপস্থাপনা, শিক্ষকতাসহ আরও বেশ কিছু পেশায় নিয়োজিত ছিলেন।

তবে গান তার জীবনের বড় অধ্যায় রচনা করেছে। গানের জন্য পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদকসহ অগণিত পুরস্কার ও সম্মাননা।

ঝালকাঠি আজকাল